Bark Grafting of Mango | আমের বার্ক গ্রাফ্টিং

31 Aug 2018   06:14   286
238,022
2,001   160

বার্ক গ্রাফটিং কৌশলের মাধ্যমে আমের জাত পরিবর্তন।

আমি গত ২৯/৮/১৮ নাটোর জেলার বাগাতি পাড়া উপজেলার জামনগর গ্রামে কৃষিবিদ মোঃ গোলাম মওলা সাহেবের খামারে যাই। এখানে বড় আম গাছে কিভাবে বার্ক গ্রাফ্টিং করা হয় তা তিনি সুন্দর ভাবে দেখান।

যারা ৫/৭ বছর আগে আমগাছ লাগিয়েছেন কিন্ত এখন মনে করছেন যে, জাতটি কাংখিত ধরণের হয়নি বা আপনি অন্য কোন জাতের আম করবেন এক্ষেত্রে এই প্রযুক্তিটা খুব ভালো ভাবে আপনাকে সাহায্য করবে। আমার ক্যামেরার মেমোরি ফুল হয়ে যাবার কারণে আরও কিছু দৃশ্য দেখাতে পারলাম না। তবে মোটামুটি ভালো ভাবেই কলম প্রযুক্তিটা দেখানো সম্ভব হয়েছে। আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে।


Tags: Bark Grafting of Mango, আমের বার্ক গ্রাফ্টিং, গ্রাফ্টিং, Grafting, Mango, আমের, বার্ক গ্রাফ্টিং, Bark Grafting, বার্ক, গ্রাফটিং কৌশলের, আমের জাত পরিবর্তন, জামনগর, how to bark graft, mango grafting

Related of "Bark Grafting of Mango | আমের বার্ক গ্রাফ্টিং" Videos

Rose grafting kesay krain fully described Knowledge About Everything With Aashir 985,890